অমরপুর জামালপুর
বর্ধমান তারকেশ্বর বাস ধরে রাস্তায় অমরপুর খেয়াঘাটে নামতে হবে নৌকায় দামোদর পার হলে গ্রাম এখানে এক জীর্ণ ভগ্নপ্রায় মন্দির এর মধ্যে অভয় দেবে ওর দৃষ্টিকর্তা দুর্গাপূজার নবমী তিথিতে দেবীর বাৎসরিক পূজা হয়l
প্রচুর ছাগল বলি দেওয়া হয় আশেপাশে গ্রাম থেকে বহু ভক্ত পুজো দেখতে আসেন কাছাকাছি স্থানের সেরকম কোনো উৎসব না থাকায় এখানে হয় এছাড়া বৈশাখী পূর্ণিমার ধর্মরাজ পূজা জ্যৈ জয়চন্ডী পূজা শ্রাবণ মাসে মনসা দেবীর পূজা হয়। এছাড়াও জাপান হয় ভোগ উৎসবের অনুষ্ঠান এই গ্রামে বলা যায় বারো মাসের ১৩ পার্বণের গ্রাম প্রতিটা পার্বণী গ্রামে একদম উৎসব মুকুল হয়ে ওঠে আত্মীয়-স্বজনদের নিমন্ত্রণ করা হয় আনুষ্ঠানিকভাবে কোন মেলা না হলেও স্থানীয়ভাবে কিছু দোকান বসে সেখানে প্রচুর ভিড়ভাট্টা হয় এবং প্রচুর ঠান্ডা হয় বর্ধমান জেলার এই জামালপুর এলাকার এই গ্রামটাই এই তথ্যটা যদি ভালো লাগে আর যদি কিছু যোগ করতে চান তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং ভালো লাগলে শেয়ার করে দেবেন ফেসবুক হোয়াটসঅ্যাপে বন্ধুদেরকে ঠিক আছে সবাইকে বলবে একটু ভিজিট করতে এবং দেখবেন আপনার আশেপাশের গ্রাম সব তথ্য ঠিক আছে কিনা যদি না থাকে সেগুলো জানাবেন এবং পোষ্টের সংশোধন করা হবে এতক্ষণ ধরে পড়ার জন্য ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন