Astoghorya Village Kalna
District - Bardhaman West Bengal
Pincode.
Block kalna
নষ্ট করে একটি প্রাচীন ও বিশিষ্ট গ্রাম বর্ধমান কালনা বাস রাস্তায় বর্ধমান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থান গ্রামের সকলে হিন্দু প্রতিবছর বগা পঞ্চমীতে দুর্গা পঞ্চমীর আগে পঞ্চমী, মনসার দেবীর পূজা কে কেন্দ্র করে মেলা বসে, গ্রামের মধ্যে প্রাচীন এই মনসা দেবী পূজা হয় পূজাকে ঘিরে পাশাপাশি গ্রামের পাশাপাশি পাঁচ দশটা পাড়া থেকে পুজো আছে এই দেবী পূর্বে রুইদাসের দেবী ছিলেন বলে শোনা যায়, বর্তমানে গোয়ালাদের দ্বারা পরিচালিত হয়।
মনসা ঝাপান উপলক্ষে একটি মেলা বসে মেলা বসে দেবিস্ত স্থানের কাছাকাছি ফাঁকা জায়গায় একদিন মেলা হল বিকালের দিকে বিশেষ জমজমাট হয় পাশাপাশি বেশ কয়েকটি গ্রাম থেকে লোকেশ সমাবেত হয় এবং ভিড় হয়ে যায় বন্ধ হয়ে গেছে।
এমন আশা দেবী পূজা কি এখনো অনেক গ্রামী হয় তো সবকিছু এই ওয়েবসাইটে পাবেন তো মনসা দেবী হল কাচা দেবতা হিন্দু শাস্ত্রে এবং অন্যান্য উভয় সম্প্রদায় মানুষ কিন্তু খুবই ভয় করে থাকে। চাঁদ সওদাগর এর পুজো প্রথম শুরু করেছিলেন।
মনসা দেবী পুজো একদম পঞ্চমী থেকে শুরু করে দুর্গাপুজোর আগে পর্যন্ত শেষ হয়
মোটামুটি বৈষমাস থেকে মনসা পূজা শুরু হয়ে যায় দশহারা নামে প্রথম পুজো শুরু হয় প্রথম পঞ্চায়েত দ্বিতীয় পঞ্চমীর চতুর্থ পঞ্চমী হিসেবে পাঁচটা পঞ্চমী হয় পশ্চিমবঙ্গ প্রায় বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া প্রত্যেক এলাকায় খুব ধুমধাম করে খুঁজে হয় পোস্টটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন কোন তথ্য ভুল থাকে সেটা কমেন্ট করে জানাবেন
একটি মন্তব্য পোস্ট করুন