In

ধর্মের বিশাল বীরবেশী মূর্তি আছে যাকে মহাভারতের ধর্ম পুএ যুধিষ্ঠির বা শঙ্খচক্রগদা পদ্মধারী বিষ্ণুর সাথে মিল পাওয়া যায়। তবে বর্তমানে ধর্ম পূজায় ব্র্যাহ্মন ও কায়স্থ এবং অন্ত‍্যজ শ্রেণির মানুষের মধ্যে  সম্মিলিতভাবে রামাই পন্ডিতের ' সংজাত খন্ড' অংশের নিয়মাবিধি মেনেই পূজা করা হয়।
রামাই পন্ডিত ছিলেন ব্রাহ্মন কুমার । বাল‍্যকালে অনাথ হয়ে নিঃস্ব না। ধর্ম ঠাকুর তন্ত্র দীক্ষা দেন , সেটাই ছিল ও যঙ্গোপবীত ।
তিনি  বল্লুকা নদীর তীরে ধর্মর তপস্যা করেন
। বৃদ্ধ বয়সে কেশবতী নামী এক মহিলাকে বিবাহ করেন। কেশবতী ধর্মের পুস্পঘ‍্যাসিক্ত নিরপান করে নিরঞ্জনের আশির্বাদে পুএলাভ কররেন । তার নাম ধর্মদাস। কলির প্ররোচনায় ধর্ম দাস অনাচার করে ফেললে পিতা রামাই পন্ডিত তাকে ' ডোমের পন্ডিত ' বলে ধিক্কার দেন । রাজা রনজিত ও ঋষিদের ধর্ম ঠাকুরের বিরোধীতার সময় শ্রীধর ( ধর্ম দাস) ধর্ম ঠাকুরের মহিমা প্রচার করে শাপমুক্ত হন ও জগাৎ ধর্ম পূজা প্রচারিত হয়।
WWW.Ajkerbangla.com.in

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন